১২ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:৫৭ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

জেলা পরিষদ নির্বাচনে সিসি ক্যামেরা

বরিশালটাইমস রিপোর্ট
২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬

বরিশাল: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোলা জেলায় অনুষ্ঠিত হচ্ছে না জেলা পরিষদ নির্বাচন। এ ব্যাতীত বরিশাল বিভাগের ৫ জেলায় নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুর ২টা থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের উপকরণ। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকক্ষে মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবেনা বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আ. হালিম খান।
আঞ্চলিক নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য হলো বরিশাল বিভাগের ৫ জেলার মধ্যে ভোলা জেলায় বিনা প্রতিদ্বন্দিতায় সকল প্রার্থীরা নির্বাচিত হওয়ায় এখানে ভোট হচ্ছে না। এছাড়া চেয়ারম্যান পদে ঝালকাঠীতে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য নির্বাচন হচ্ছে। এই হিসাবে বরিশাল বিভাগের ৫টি জেলায় চেয়াম্যান পদে মাঠে রয়েছেন ১০ জন, সাধারণ সদস্য পদে ১৮৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪৯ জন। ভোটার সংখ্যা হলো ৪ হাজার ৭৩ জন।
বরিশাল জেলায় চেয়ারম্যান পদে ২ জন সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন।এখানে ভোটার সংখ্যা ১২৪১ জন।
বরগুনা জেলায় চেয়ারম্যান পদে ২ প্রার্থী, সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মাঠে রয়েছেন। এই জেলায় ভোটার সংখ্যা ৬১৫ জন। ঝালকাঠী জেলায় নির্বাচন হচ্ছে সদস্য পদে কেবল ৫ নং ওয়ার্ডে। এখানে ৩ জন প্রার্থী রয়েছেন। আর সংরক্ষিত সদস্য পদে ২টি আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে রয়েছেন। এখানে ভোট প্রদান করবেন ৪৫৩ জন ভোটার।


পিরোজপুর জেলায় চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন প্রার্থী মাঠে রয়েছেন। এখানে ভোটার সংখ্যা ৭৩৫ জন। আর পটুয়াখালী জেলাতে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪টি আসনের জন্য ১০ জন প্রার্থী মাঠে রয়েছেন। সংরক্ষিত ২ নং আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে ভোটার সংখ্যা হলো ১০২৯ জন।

 
খায়রুল মাহসুদ মহসিন নামক এক ভোটার বলছেন এর আগে জেলা পরিষদ নির্বাচন হয়নি বলে প্রথমবারের মত ভোট দিতে পারছেন বলে বেশ লাগছে। ভোটের পরিবেশ ভালো এবং আশা করছেন নির্বাচনের দিন এমন পরিবেশ বজায় থাকবে ও সুষ্ঠু পরিবেশে ভাট দিতে পারবেন তারা।সেলিনা পারভিন নাম্মী আরেক ভোটার বলেন, কোন চাপ নেই, আশা করছি নির্বাচনের দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে এবং নির্বিঘেœ ভোট দিতে পারবেন।

 
আঞ্চলিক নির্বাচন অফিসার আ. হালিম বলেন,প্রত্যেক জেলাতে ১৫ টি কেন্দ্রে ভোট নেয়া হবে। এজন্য প্রতি কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ২ জন অস্ত্রধারী পুলিশ,২ জন অস্ত্রধারী আনসার এবং নিরস্ত্র ১৫ জন আনসার মিলিয়ে ২০ সদস্যের টিম থাকছে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম থাকছে।

 
পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেছেন বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামারের ব্যবস্থা করেছেন তারা।

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫