জেলা পরিষদ নির্বাচন করতে পিপি পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবদেক, বরিশাল: বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে পদত্যাগ করেছেন বরিশাল জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
গত মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
পদত্যাগপত্রে অ্যাডভোকেট জাহাঙ্গীর উল্লেখ করেন, আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
এ কারণে জেলা পাবলিক প্রসিকিউটর পদ থেকে তিনি অব্যাহতি চান। ২০১৯ সালে জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহঙ্গীর।
শিরোনামবরিশালের খবর