জেলা পরিষদ নির্বাচন: পিরোজপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে পিরোজপুরে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া ৭ টি সদস্য পদের বিপরীতে ৩৪ জন এবং ৩ টি সংরক্ষিত সদস্য পদে বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা এ তথ্য জানান। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত এ মনোনয়নপত্র গুলো জমা হয়। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী।
তিনি পিরোজপুর পৌর আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ হাসিনা মনি ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে।
এছাড়াও চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা শরিফুজ্জামান সিকদার এবং মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা আমির হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, আগামী ১৮ সেপ্টেম্বর বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে এবং জেলার ৭ টি কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পিরোজপুর, বিভাগের খবর