২৪ seconds আগের আপডেট বিকাল ৩:৫৩ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

জেলা পরিষদ নির্বাচন: ভোটার ১৭৬, মেয়রের সঙ্গে কেন্দ্রে ঢুকলেন ১৩০

Mahadi Hasan
১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

জেলা পরিষদ নির্বাচন: ভোটার ১৭৬, মেয়রের সঙ্গে কেন্দ্রে ঢুকলেন ১৩০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোর জেলা পরিষদ নির্বাচনে সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৭৬। তাদের মধ্যে পৌর মেয়রের নেতৃত্বে একসঙ্গে ১৩০ জন ভোটার কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানা গেছে। এ নিয়ে প্রার্থীদের মাঝে সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকাল ৯টায় শুরু হয় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ। বেলা সোয়া ১১টার দিকে ১৩ জন ভোটার নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করেন সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খানের চশমা প্রতীকের ভোটার ও সমর্থক হিসেবে আমরা সকাল থেকেই শহরে জড়ো হই। এরপর তাদের একত্র করি এবং আট ইউপি চেয়ারম্যানসহ ১৩০ জন ভোটার নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করি।’

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ‘সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। কোনো অনিয়ম চোখে পড়েনি। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে আশা করছি।’গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খন্দকার শরিফ বলেন, ‌‘একটি ইউনিয়নের ভোটাররা একসঙ্গে কেন্দ্রে এসেছিলেন। তাদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ এখনও চলছে।’

এদিকে টিউবওয়েল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ সালাউদ্দিন আল আজাদ অভিযোগ করে বলেন, গতরাতে তার পোস্টার কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরেও সাঁটাতে দেওয়া হয়নি।

এ ছাড়া অনেক জায়গায় তার পোস্টার ছেঁড়া হয়েছে। ভোট শুরুর পরও বিভিন্ন জায়গায় তার পোস্টার ছেঁড়া হচ্ছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় এসিল্যান্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি।

এক পর্যায়ে ভোটকেন্দ্রের ভেতরে এ বিষয় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানান আজাদ। এ বিষয়ে এসিল্যান্ড আল ইমরান বলেন, ‘পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়েছি। তবে টিউবওয়েল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ সালাউদ্দিন আল আজাদের লোকজন কেন্দ্রের ভেতর পোস্টার সাঁটাতে চেয়েছিলেন। তাদের বাধা দেওয়া হয়েছে।’

দেশের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ছাত্রলীগ নেতার কোমরে পিস্তল: ফেসবুকে ছবি ভাইরাল  এক বছরে দুই রমজান: রাখতে হবে ৩৬ রোজা  বিষপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা  ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ  বরিশালগামী শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশাচালক নিহত  ব্রয়লার মুরগির দাম স্থির হলেও, নতুন রেকর্ড গড়েছে দেশি মুরগি  সুপেয় পানি পাচ্ছে না ২৩০ কোটি মানুষ  ‌‘আমার মৃত্যুর জন্য প্রেমিক দায়ী’ চিঠি লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা  এক স্কুলেই পড়ছে ১০ জোড়া যমজ ভাইবোন!  ভোলায় কৃষকের হাসি কেড়ে নিচ্ছে দালালরা