জেলা পুলিশের সম্মাননা পেলেন সাংবাদিক জসিম জনি
লালমোহন (ভোলা) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে’র রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন ভোলার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি।
শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আহবান করা হয়। এতে ক, খ ও গ বিভাগে ১জন করে ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়।
‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের লালমোহন প্রতিনিধি মো. জসিম জনি। এ বিভাগের রচনার বিষয়বস্তু ছিল ‘সামাজিক সমস্যা প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা’।
বিভাগের খবর, ভোলা