বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:০৮ অপরাহ্ণ, ০৮ মে ২০১৭
ঝালকাঠিতে সম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম জোয়ার আর অতি বৃষ্টিতে পাকা ধান ডুবে নষ্ট হয়ে গেছে একটি বড় অংশের ফলন। কৃষকরা হয়ে পড়েছেন দিশেহরা। ক্ষতির কথা স্বীকার করে কৃষি বিভাগ জানিয়েছে, এবছর ধানের বাজার মূল্য বেশি আছে, তাই ধান বিক্রি কওে কৃষক তার লোকসান পুষিয়ে উঠতে পারবে।
ঝালকাঠি জেলায় সম্প্রতিক অতি বৃষ্টি আর ঝড়ে রোরো ধান মাঠেই নুয়ে পড়েছে। বৃষ্টির সাথে আগাম জোয়ারে নিচু জমির ধান কাঁদা-পানিতে ডুবে যায়। ফলে ছড়া থেকে পাকা ধান ঝড়ে পড়েছে। পুরো আবাদই নষ্ট হওয়রি আশংকায় এ অবস্থায় কৃষকরা ধান কাটা ও মাড়াই শুরু করছে। কিন্তু বৈরি আবহাওয়ায় বেশির ভাগ ধানই চিটা হয়ে গেছে বলে কৃষকরা জানান। এদিকে ঋন নিয়ে ফসল চাষ করে কৃষকরা বোরো আবাদ করে চরম লোকসানের মুখে পড়েছেন। তাই হতাশ হয়ে পড়েছে জেলা বোরো চাষিরা।
বোরো ধানের ক্ষতির ক্ষতির কথা স্বীকার করে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানালেন, নিচু জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে উঁচু জমির ধানের ফলন ভাল হয়েছে। অপরদিকে এ বছর ধানের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষক ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
এ বছর ঝালকাঠি জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করে কৃষক। এরমধ্যে ১৪শ ২১ হেক্টর জমির ধান সম্পূর্ন নষ্ট হয়ে গেছে।”