ঝালকাঠির কাঁঠালিয়ায় এক রাতে আট বাড়িত চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর কচুয়া গ্রামের সানু হাওলাদার, দুলাল হোসেন, এমাদুল হাওলাদার ও হারুন খানের বাড়ি ও পাশবর্তি লতাবুনিয়া গ্রামের আব্দুর রব হাওলাদার ওরফে রব কেরানী, মো. হাকিম ডকুয়া ও আব্দুর রহমানের বোড়ি এবং দক্ষিণ কৈখালী গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের বাড়িতে সংঘবদ্ধ চোর দল হানা দিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
গণচুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে আট বাড়ির কোন বাড়িতে সিঁদ কেটে বা দরজা ভাঙা হয়নি।
সংঘটিত চুরিগুলো অভিনব কৌশলে এক রাতে তিন গ্রামের আট বাড়ীতে চুরি করে মুল্যবান মালামাল নেয় বলে জানায় ইউপি সদস্য মো. কামাল হোসেন।
এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা ও পুলিশি পাহরা জোরদার করেছে বলে জানায় কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইউনুচ মিয়া।”
ঝালকাঠির খবর