বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০১:০২ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে সাঈদুর রহমান স্বপন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সাঈদুর রহমান স্বপন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সাঈদুর রহমান স্বপন সকাল ৯টায় শেখেরহাট লঞ্চঘাট মাজার মসজিদে একটি জানাজা শেষে শেখেরহাট বাজারে নাশতা করতে আসছিলেন। কিছুক্ষণ পরে রাস্তায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।