ঝালকাঠিতে বাসের চালক ও হেলপার সরকারি কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার দিকে তারা বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।
পরে ১ টারদিকে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে ওই বাসের রুট পারমিট সাময়িক বালিত এবং অভিযুক্ত চালক মো. মাসুম এবং তার সহকারিকে বহিস্কার করায় ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ঘন্টাব্যাপী এ অবরোধে মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থী তরিকুল ইসলাম অপু বরিশালটাইমসকে জানান- সোমবার বিকেল সোয়া তিনটার দিকে ঝালকাঠির কলেজ মোড় থেকে বরিশালে যাবার পথে সিটে বসাকে কেন্দ্র করে ধানসিঁড়ি পরিবহনের চালক মাসুম সরকারি কলেজের শিক্ষক আনিসুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস থেকে নামিয়ে দেয়া হয়।’’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুক বরিশালটাইমসকে বলেন- কলেজ শিক্ষকের সাথে বাসের শ্রমিকদের হাতাহাতির ঘটনায় ছাত্ররা রাস্তা অবরোধ করেছিল। বাস মালিক সমিতির নেতারা এসে সমঝোতায় পৌঁছলে অবরোধ তুলে নেয় ছাত্ররা।’’
শিরোনামঝালকাঠির খবর