ঝালকাঠি: ঝালকাঠিতে একটি সার্বজনীন কালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জেলা সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পোনাবালিয়া গ্রামে রোববার সকাল ৬টায় দিয়ে প্রতিমাটি ভেঙে গুড়িয়ে দেয়া অবস্থায় দেখতে পান মন্দর কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র শীল।
তিনি বলেন, দেবত্তর সম্পত্তিতে তিন শতাংশ জমিতে মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরের জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধও চলছে।
শনিবার সন্ধ্যায় মন্দিরে পূর্জা করা হয়েছে। রাতেও প্রতিমাটি ঠিক ছিল। সকালে প্রতিমাটি সম্পূর্ণ গুড়িয়ে দেয়া অবস্থায় দেখতে পাই।’ এ ঘটনাটি সাম্প্রদায়িক সন্ত্রাসের ধারাবাহিকতায় ঘটনানো হয়েছে বলেও দাবি করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র শীল।
ঘটনাস্থল পরিদর্শন করে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। তবে এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুন না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর