ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ খান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রিয়াজ খান উপজেলার নাচনমহল ইউনিয়নের হারদল গ্রামের রুস্তুম খানের ছেলে।
এ ঘটনায় নলছিটি থানায় সোমবার একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৩) দায়ের করা হয়েছে।
রিয়াজের স্বজনরা বরিশালটাইিমসকে জানান- রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ আত্মহত্যা করেন। পরে রাত ১১টার দিকে এলাকাবাসীরা তার নিথর দেহ ফাঁস থেকে নামিয়ে রাখে।
প্রতিবেশীরা জানান- কিছুদিন ধরে একই এলাকার একটি মেয়েকে বিয়ে করবে বলে তার পরিবারের একাধিক সদস্যকে জানায় রিয়াজ। কিন্তু এখনই বিয়ে দিতে তার পরিবার রাজি না হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
এ ব্যাপারে নলছিটি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান বরিশালটাইমসকে জানান- সুরতহাল প্রতিবেদন অনুযায়ী সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ঝালকাঠির খবর