ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের কয়েক গ্রামের মানুষজন বশির বাহীনি ও তার দলবলের হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন।
পুলিশ সুপারের কাছে দেয়া এলাকাবাসীর স্বাক্ষরিত এক অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বশির ও তার দলবল অনেক দিন ধরে গাবখান, ওস্তাখান ও রূপসীয়া এলাকায় ক্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মারধর, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলে ভাড়ায় সন্ত্রাসী কর্মকান্ড করা ও সরকারি জমি দখল এবং সরকারি গাছ পালা ভোগ দখলের অভিযোগ করা হয়েছে এতে। আবেদনে স্থানীয় গ্রামবাসী বশির তালুকদার ও তার দলবলের হাত থেকে বাঁচতে এবং বিচারেরও দাবী করেছেন।
এদিকে সম্প্রতি নিরুপায় হয়ে স্থানীয় ব্যবসায়ী সেলিম হাওলাদার বাদী হয়ে বশিরসহ আরও একজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলাও করছেন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ(ে ওসি ) মো: তাজুল ইসলাম বলেন, বশির তালুকদারের বিরুদ্ধে এলাকাবাসীর স্বাক্ষরিত এক অভিযোগ ও একটি চাদাদাবীর মামলা হয়েছে। আসামী গ্রেফতার ও তদন্ত অব্যহত আছে।
ঝালকাঠির খবর