বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১৩ অপরাহ্ণ, ২১ মার্চ ২০১৭
ঝালকাঠি জেলা ছাত্রলীগ নেতার দায়ের করা চাঁদাবাজি মামলায় এক যুবলীগ নেতার ৬ ক্যাডারকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- মো. ভাষান (২৫), মো. অনিক হাওলাদার (২০), মো: সিয়াম(১৮), মো. মুন্না হাওলাদার (১৮), মো. মেহেদী হাসান (২০) এবং মো. রাব্বি হাওলাদার (১৯)। এরা সকলে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার ক্যাডার বলে দাবি করেন মামলার বাদী ছাত্রলীগ নেতা রিয়াজ মল্লিক।’
পুলিশ জানায়- শহরের কৃষ্ণকাঠী এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা রিয়াজ মল্লিককে চাঁদার দাবিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় জেলা পরিষদের সামনে কয়েকজন যুবক পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে রিয়াজ মল্লিককে পিটিয়ে আহত করার অভিযোগ এনে ওই রাতেই ঝালকাঠি থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।’’
পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই কৃষ্ণকাঠী এলাকা থেকে এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করে।’’