১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৯ অপরাহ্ণ, ২৮ এপ্রিল ২০১৭

‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এই শ্লোগানে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পলিত হচ্ছে।  এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় আদালত প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু শামীম আজাদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারসহ আরো অনেকে।

এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ক্লায়েন্ট আইনজীবী যৌথসভার আয়োজন করা হয়। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।”

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন