একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জাতীয় পার্টি থেকে একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছেন ডা. সেলিমা খান। জেলায় তিনিই জাপার একমাত্র নারী প্রার্থী। এজন্য প্রায়ই তিনি তার নির্বাচনী এলাকা রাজাপুর-কাঁঠালিয়ায় গণসংযোগ, পথসভাসহ সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন।
ইতিমধ্যেই তিনি তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষে জোরেসোরেই মাঠে নেমেছেন। ডা. সেলিমা খান জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি, জাতীয় মহিলা পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি ও জাতীয় পার্টি ঝালকাঠি জেলা যুগ্ম আহবায়ক এবং মানবসেবামুলক প্রতিষ্ঠান ইউনিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ডা. সেলিমা খান বলেন- আমি আমার দল থেকে মনোনয়ন পাওয়ার শতভাগ আশাবাদী। আমি মনোনয়ন পেলে এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমার নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে উপহার দিতে পারব।”
ঝালকাঠির খবর, বিভাগের খবর