৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে ঝড়ে ব্যাপক ক্ষতি, আহত ১০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৭ অপরাহ্ণ, ১১ জুন ২০১৬

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রচণ্ড ঝড়ে গাছপালা, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুন) দুপুরে হঠাৎ এ ঝড় শুরু হয়। এসময় বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝড়ে গাছ পড়ে আলহাজ কেএইচ মাধ্যমিক বিদ্যালয়, আমুরীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আওরাবুনিয়া বাজারের কয়েকটি দোকান বিধ্বস্ত হয়েছে।

উপজেলা সদর বানাই, মহিষকান্দি, ভায়েলাবুনিয়া, উত্তর চেঁচরী, দক্ষিণ চেঁচরী, তারাবুনিয়া, আমুয়া ছোনাউটা, বাশবুনিয়া, বড় কাঁঠালিয়া, কচুয়া, দক্ষিণ কৈখালী, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, দক্ষিণ আওরাবুনিয়া, পশ্চিম ছিটকি, পূর্ব ছিটকি ও ছোট কৈখালী গ্রামে ঘর ও গাছপালা ভেঙে পড়েছে।

দক্ষিণ কৈখালী গ্রামের কবির হোসেন, জহিরুল ইসলাম এবং আমুরীবুনিয়া গ্রামের আ. বারেক মাতুব্বর ও বাবুল হোসেনের বসতঘর বিধ্বস্ত হয়।

এসময় বজ্রপাতে বিল ছোনাউটা গ্রামের এক কৃষকের দু’টি গরু মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

41 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন