বরিশাল: ঝালকাঠিতে দুদকের মামলায় ভৈরবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হক ও নারী সদস্য (মেম্বার) দিপালী রানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্তরা মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালতের বিচারক রমণীরঞ্জন চাকমা আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আব্দুল হক নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিনের স্বামী এবং নলছিটি উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি এবং দিপালী রানী ভৈরবপাশা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য। জেলা জজ আদালতের আইনজীবী আক্কাস সিকদার জানান, গত ২০১০-১১ অর্থবছরের এলজিএসপির আওতায় ভৈরবপাশা বাজারের লেট্রিন নির্মাণ কাজের অর্থআত্মসাতের অভিযোগে বরিশাল দুদক’র উপ-সহকারি পরিচালক মো. নাজিম উদ্দিন বাদি হয়ে নলছিটি ২০১৪ সালের ২০ আগস্ট মামলাটি দায়ের করেন।
চলতি বছরের ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযুক্তরা দীর্ঘদিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের গ্রেফতার করেনি।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর