ঝালকাঠি রাজাপুরে ডাকাতি মামলার আসামী জামান হোসেন গ্রেফতার হয়েছে। রবিবার রাজাপুর থানাপুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। জামাল হোসেন উপজেলাধীন কানুদাশকাঠি গ্রামের ফজলুল হকের পুত্র।
গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় চারাখালী গ্রামের শাহজাহান তালুকদারের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি হয়। ইতিপূর্বে এই ডাকাতির সাথে গ্রেফতার হওয়া ব্যাক্তিদের তথ্য অনুযায়ী জামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডাকাতির ঘটনায় গৃহকর্তা শাহজাহান তালুকদার বাদি হয়ে মামলা করেছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর