ঝালকাঠিতে বিদেশী মদ ও ইয়াবাসহ মনির খান নামে এক যুবলীগ নেতা ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে সদর উপজেলার খাজুরিয়া এলাকার একটি ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক মনির খান সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। অপর দুজন হলেন তার সহযোগী সাগর মিত্র এবং ফায়জুল আলম।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বরিশালটাইমসকে জানান, মনির খান, তাঁর সহযোগী সাগর মিত্র ও ফায়জুল আলম খান খাজুরিয়া গ্রামের পানের বরজের ভেতর একটি ঘরে রাত ১২টার দিকে বিদেশি মদ ও ইয়াবা সেবনের আসর বসিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় যুবলীগ নেতা মনির হোসেন খানসহ তিনজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ, পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও সরঞ্জামাদী। রাতেই জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় ঝালকাঠি গোয়েন্দগা পুলিশের (ডিবি) উপপরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান- মনির হোসেন খানের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কেনা-বেচার অভিযোগ রয়েছে।’’
শিরোনামঝালকাঠির খবর