ঝালকাঠি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় ঝালকাঠি সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান লিটনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক এইচএম কবির হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে শহরের বিকনা এলাকার বাড়ি থেকে তাকে পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা। মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান লিটন ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রকল্প থেকে ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন।
২০১৩ সালের জুলাই মাসে পানি উন্নয়ন বোর্ডের দেয়া ভূমি উন্নয়ন করের ৩ লাখ ৯৪ হাজার টাকার চেক নিজের অ্যাকাউন্টে জমা দিয়ে টাকা আত্মসাৎ করেন তিনি। এছাড়াও ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত কাবিখার একটি প্রকল্প থেকে ৮৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জসীম উদ্দিন গাজী বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় একই দিনে এই তিনটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে লিটন পলাতক ছিলেন।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর