ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুন) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকনা গ্রামে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পলাশ ফরাজী ও প্রতিবেশী টেম্পো চালক মনির খানের সঙ্গে সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
এর জের ধরে সকালে বাজার করে বাড়ি ফেরার পথে মনিরের ওপর হামলা চালায় পলাশ ফরাজী ও তার লোকজন। এসময় মনির ও তার সঙ্গে থাকা জসিম নামে এক যুবককে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে মনিরের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পলাশের বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পলাশ ফরাজী, উজ্জ্বল ফরাজী, হায়দার ফরাজীসহ উভয়পক্ষের নারী ও শিশুসহ ১০ জন আহত হন।
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, এখনো কারো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর