বরিশাল: ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে হয়ে গেল দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালা। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আখতার হোসেন।’
ঝালকাঠি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন।’
কর্মশালায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে দুর্নীতি কমে যাবে। দুর্নীতি দূর করতে হলে সমন্বিত প্রচেষ্টা অব্যহত রাখতে হবে বলেও মত দেন তাঁরা।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর