৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ঝালকাঠিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ১৫ মে ২০১৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম সর্দার (৩৫) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে বিষখালী নদীর ছৈলার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাতে স্থানীয়রা একটি অর্ধগলিত মৃতদেহ চরে পড়ে থাকতে দেখে খবর দিলে, নিখোঁজ ইব্রাহীমের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। জেলে ইব্রাহীমের বাড়ি আমুয়া পূর্বপাড় সর্দারপাড়ায়। তার স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে।

আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিষখালী নদীতে মাছ ধরার সময় ইব্রাহিম সর্দার বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর শনিবার রাতে তার বিষখালী নদীর ছৈলার চরে পাওয়া যায়।

30 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন