ঝালকাঠিতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাওহীদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তাওহীদ একই এলাকার আজিজুল মাঝির ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে তাওহীদ বাড়ি পাশের পুকুরে পানিতে পড়ে যায়।
এদিকে তার বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খুঁজাখুজির পর বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠির খবর, বিভাগের খবর