ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুরে বাসচাপায় সজিব (১৮) ও খলিলুর রহমান (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এতে শারমীন (১৫) নামে এক কিশোরী আহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেমাবর) বিকেল ৪টার দিকে উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব ও খলিলুল রাজাপুরের আলগি এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
এছাড়া সজিবের খালাতো বোন আহত শারমীনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, শারমীনের অবস্থা আশঙ্কাজনক।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, খলিল, সজিব ও শারমীন মোটরসাইকেলে রাজাপুর থেকে পিংড়ি যাচ্ছিলেন। এ সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব ও খলিলুরের মৃত্যু হয়।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর