ঝালকাঠি: ঝালকাঠির প্রতাপ এলাকায় বাসের ধাক্কায় মেহেদী হাসান নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন তার মা ও বাবাসহ আরও চার জন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি গ্রাম থেকে রিকশা চালিয়ে জামাল তার স্ত্রী মনুজা বেগম, দুই শিশু সন্তান ও মাকে নিয়ে ঝালকাঠি যাচ্ছিলেন। পথে প্রতাপ এলাকায় এলে ঝালকাঠিগামী একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মেহেদী মারা যায়।
আহত অবস্থায় স্থানীয়রা মনুজাকে উদ্ধার করে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি ঝালকাঠি হাসপাতালে ভর্তি করেছে। বাসটি আটক করেছে পুলিশ।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর