৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

ঝালকাঠিতে বাস ধর্মঘট প্রত্যাহার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৯ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০১৬

ঝালকাঠি: ঝালকাঠিতে বাস চালককে মারধরের প্রতিবাদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠি ও পিরোজপুরের মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বৈঠকের পর ধর্মঘট প্রত্যহার সিন্ধান্ত নেয়।

জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঝালকাঠি থেকে সব রুটে বাস চলাচল করবে। কিছু সময় বাদে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ধর্মঘট আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হবে।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন