বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়ে আটকে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহামান দেশে রাজনৈতিকভাবে জনপ্রিয়তার শীর্ষে। এ কারণে আওয়ামী লীগ তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতেই মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।