১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম

ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল, হাসিনার বিচার দাবি

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিশাল একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন।

জানা গেছে, মিছিলটি শহর ঘুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান।

মিছিল পূর্ব পথসভায় বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

133 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন