১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে বিট পুলিশিং সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪২ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৭

ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিট পুলিশিং কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভ-টিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শতাধিক স্থানীয় গন্যমান্য ও সাধারণ মানুষ অংশ নেয়।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি পৌর শহরের ৯ নং ওয়ার্ডে এ সভার আয়োজন করে ঝালকাঠি থানা পুলিশের দায়িত্বরত বিট পুলিশিং কর্মকর্তা এসআই আশিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা)। সভায় বিশেষ অতিথি ছিলেন, পরিদর্শক আব্দুল হালিম তালুকদার,মো: ফারুক হোসেন সদর থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার ঘোষ । সভাপতিত্ব করেন ঝালকাঠি থানা পুলিশের দায়িত্বরত বিট পুলিশিং কর্মকর্তা এস আই আশিকুর রহমান।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান স্থানীয়দের মাঝে বাল্য বিয়ে, মাদক ও জঙ্গিবাদের কুফল ও বিট পুলিশিং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন