৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ঝালকাঠিতে ব্যাগভর্তি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০০ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দেউরি সাইক্লোন শেল্টারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে জাবের হোসেন এবং দেউরি গ্রামের ইউনুস আলী খানের ছেলে হেদায়েত খান।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বরিশালটাইমসকে জানান, জাবের হোসেন ও হেদায়েত হোসেন সাইক্লোন শেল্টারের কাছে এক কেজি গাঁজা নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। ওই সময় দুইজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে সপিং ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই জাকির হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন