বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৪ অপরাহ্ণ, ০৫ এপ্রিল ২০১৭
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার সনদ হাতিয়ে নিয়ে জালিয়াতির মাধ্যমে ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করার অভিযোগ উঠেছে সদর উপজেলার নেহালপুর গ্রামের সুলতান আহম্মেদ দুয়ারীর বিরুদ্ধে। আজ বুধবার সকালে টেলিভিশন সাংবাদিক সমিতির কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা সুলতান হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্শ্ববর্তী নেহালপুর গ্রামের মো. সুলতান আহম্মেদ দুয়ারী ২০০৫ সালে মন্ত্রণালয়ের তার নিজস্ব লোকজনের মাধ্যমে ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে আশ্বাস দিয়ে কৌশলে আমার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে নেয়।
পরে তা ফেরত নাদিয়ে নিজের নামে মুক্তিযোদ্ধার ভাতার কার্ড করিয়ে নেয়। আমার ও আমার পিতার নামের সাথে তার নাম এবং পিতার নামের অনেকটা মিল থাকায় জালিয়াতি করতে সক্ষম হয়।
সেই অনুযায়ী সনদপত্রে প্রতারণা করে নাম ও পিতার নাম জালিয়াতির মাধ্যমে কৌশলে পরিবর্তন করে নিজেকে গেজেট ভুক্ত করেন। যার মুক্তিবার্তা নং-০৬০২০১০৬২৮। আমি বিষয়টি জানতে পেরে সুলতান দুয়ারীর কাছে চাইতে গেলে তিনি আমাকে হত্যাসহ ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাইনি। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও আমি এ সম্মাননা থেকে দীর্ঘদিন বঞ্চিত এব্যাপারে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।”