ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অপু মোল্লা (৩৩) নামে এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমুয়া পশ্চিমপাড় গ্রামের নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অপু মোল্লা ওই এলাকার বাসিন্দা ও আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মরহুম মো. আলতাফ হোসেন মোল্লার ছেলে।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে- ঘরের দরজা বন্ধ দেখে অপুকে অনেক ডাকাডাকি করেন তার স্ত্রী। কিন্তু কোন সারা শব্দ না পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অপুর লাশ ফ্যানের সাথে ঝুলতে দেখেন। পরবর্তীতে খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার পরিবারের বরাত দিয়ে বরিশালটাইমসকে জানিয়েছেন- অপু মোল্লা নেশায় আসক্ত ছিলেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে- তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’’
ঝালকাঠির খবর