ঝালকাঠির রাজাপুরে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার কানুদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে- বুধবার রাত ৯টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশের চাচাতো বোনের ঘর থেকে নিজ ঘরে ফিরছিলেন। এ সময় একই বাড়ির শহিদুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম মাফলার দিয়ে মুখ বেঁধে বাড়ির দক্ষিণ পাশের বাগানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর বাবা বাড়ি ফিরছিলেন। তিনি বাগানের ভেতর শব্দ শুনে এগিয়ে এসে অভিয্ক্তু ইব্রাহিমকে ধরে সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ইব্রাহিমের বাবা-মা এসে ওই ছাত্রীর বাবা পনিরকে মারধর করে ইব্রাহিমকে ছাড়িয়ে নেন।
ছাত্রীর বাবা পনির হাওলাদার জানান- এর আগেও এই ইব্রাহিম গ্রামের একাধিক অপ্রাপ্ত বয়সের মেয়েদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড ঘটিয়েছে। নিজেদের সম্মান বাঁচাতে এবং তারা এলাকায় প্রভাশালী হওয়ায় কেউ কিছু বলছে না। স্থানীয় একটি মহল ঘটনাটি ১০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে। তিনি আরও জানান, আমরা গরীব মানুষ এই অন্যায়ের বিচার চাই।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন- প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা দায়েরর পর ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার ফলাফল হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি শেখ মুনীর উল গীয়াস।
ঝালকাঠির সিভিল সার্জন আবদুর রহিম জানান- ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ঘটনার দুইদিন পর ডাক্তারি পরীক্ষা করায় আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর