ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি ব্রিজ এলাকায় একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে রাজন সরদার (২৭) নামে এক মোটরসাইকেল চালকের।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজন উপজেলার সাংগর গ্রামের লোকমান সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে রাজন ভাড়ায়চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে বরিশাল থেকে রাজাপুরে আসছিলেন। মোটরসাইকেলটি উত্তর বাগড়ি ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর