১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

যুবদলের বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৩ অপরাহ্ণ, ২৪ আগস্ট ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝালকাঠিতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির কামারপট্টি সড়কে জেলা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সামনে যেতে চাইলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এতে পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে জেলা যুবদল। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন খোকন মল্লিক, সহসভাপতি চন্দন পোদ্দার, সাধারণ সম্পাদক আনিচুর রহমান পান্নু, শহর শাখার সভাপতি কিবরিয়া তালুকদার, সহসভাপতি জহিরুল ইসলাম বাদল প্রমুখ।

সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসনের নামে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তারি’  পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। ঝালকাঠি থানার এসআই আবদুল হালিম তালুকদার জানান, মিছিলটি শহরের মধ্যে প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে, তাই মিছিলটি শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন