ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশ সদস্য মো. ফয়সাল শরীফ গ্রেফতার হয়েছেন। সোমবার ঝালকাঠি থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ কনস্টেবল ফয়সাল শরীফ বরিশালের বাবুগঞ্জ থানায় কর্মরত ছিল। সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলার মুরাসাতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সদর থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা (এসআই) নোমান বলেন, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ঝালকাঠি সদর উপজেলার মুরাসাতা গ্রামের আব্দুস সালাম শরীফের ছেলে ফয়সালের সঙ্গে বানারিপাড়া উপজেলার চুয়ারীপাড়া গ্রামের লতিফ হাওলাদারের মেয়ে নুপুর খানমের বিয়ে হয়।
রবিবার সন্ধ্যায় নুপুর খানম ২ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। বিয়ের পর থেকে ফয়সাল স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করত বলে অভিযোগ তার।