বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:১৫ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৭
ঝালকাঠিতে বার্ষিক ৫% বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল্লাহ আমীর, শিক্ষক আব্দুল আলীমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।”