১১ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:৭ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ঝালকাঠিতে সংঘর্ষে আহত ১০ (ভিডিও)

বরিশালটাইমস রিপোর্ট
৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠিতে আজ রবিবার সকালে দেবোত্তর সম্পত্তিতে মন্দির স্থাপনের সময় কীর্তন চলাকালে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা দেশের বিভিন্ন মন্দিরের পূজারি ও ইসকন মন্দিরের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্ব চাঁদকাঠি এলাকার এক একর দেবোত্তর সম্পত্তির মধ্যে স্থানীয় লক্ষ্মী নারায়ণ বিগ্রহ মন্দিরের সেবাইত সুধীর চন্দ্র নাথ ইসকন মন্দিরের কাছে নতুন একটি মন্দির স্থাপনের জন্য সাড়ে চার শতাংশ জমি দান করেন। ওই জমিতে আজ রবিবার সকালে মন্দির স্থাপনের জন্য দেশের বিভিন্নস্থান থেকে ১৫ জন পূজারি এসে কীর্তন অনুষ্ঠান শুরু করেন। এ সময় ওই জমি নিজেদের দাবি করে স্থানীয় দুলাল কৃষ্ণ দাস ও পরিমল দাসের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি কীর্তনে হামলা চালায়।

হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে লক্ষ্মী নারায়ণ বিগ্রহ মন্দিরের সেবাইত সুধীর চন্দ্র নাথ, ইসকন মন্দিরের সদস্য শুভংকর হালদার, বিপ্লব, পরম পুরুষ দাস ভ্রমচারী, সুভাষ চন্দ্র দাস, গুরুদাস ভ্রমচারী, সুভল কৃপা দাস, অমিত গোবিন্দ দাস ও জীবন দাসসহ ১০ জনকে। ভাঙচুর করা হয় মন্দির স্থাপনের সরঞ্জামাদি ও মোবাইলফোন।

 

আহতরা দেশের বিভিন্ন স্থানের মন্দিরের পূজারি বলে জানিয়েছেন। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে গুরতর অবস্থায় পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠি থানার এসআই মিলন কুমার ঘোষ ও মুজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।

খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫