ঝালকাঠিতে সরকারি চাল বিতরণে চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগজেলেদের প্রতিনিধি অন্তর্ভূক্তি করণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন জেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝালকাঠি জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. বারেক সিকদার এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম মল্লিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারের বরাদ্দ ৪০ কেজি চাল জেলেরা সঠিকভাবে পাচ্ছে কিনা সে দিকে খেয়াল না করে নিষিদ্ধ কারেন্ট জালের অজুহাতে তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এতে করে জেলেরা সরকারের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
এছাড়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের বিভিন্ন সময় হয়রাণি করা হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবির স্বপক্ষে স্মারকলিপি প্রদন করেন জেলে সমিতির নেতারা।”
ঝালকাঠির খবর