বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ঝালকাঠি জেলা কমিটির প্রচার সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমিন রুবেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহল ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখা জরুরি সভা আহ্বান করে। জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনৈক বহুল আলোচিত লিপি বেগম কর্তৃক সাংবাদিক রুহুল আমিন রুবেলের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম রেজাউল করিম, জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক এইচ.এম বাদল, তথ্য প্রযুক্তি সম্পাদক গাজী গিয়াস উদ্দীন বশির ও সদস্য এইচএম দেলোয়ার।
এছাড়াও সাংবাদিক রুহুল আমিন রুবেলের বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক অজানা বার্তার সম্পাদক এসএম রহমান কাজল, জাতীয় সাংবাদিক সংস্থা, টেলিভিশন সাংবাদিক সমিতি, সময় টিভির প্রতিনিধি ও ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায়, নলছিটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, দৈনিক ভোরের পাতার ঝালকাঠি জেলা প্রতিনিধি ইব্রাহিম খান সাকিল প্রমুখ। ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকেও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে এ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর