ঝালকাঠিতে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া কাঠেরঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রিয়াজুল ইসলাম সবুজ (৫৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
নিহত রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল বন্দর থানার দক্ষিণ চরআইচা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে। এ ছাড়া আহত ৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির খবর, বিভাগের খবর