ঝালকাঠিতে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে মো. সিরাজ সিকদার নামে এক প্রবীণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৮টটার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সিরাজ সিকদার গাছে ওঠায় পারদর্শী ছিলেন। নিজেদের বাগানের নারিকেল সুপারি পাড়াসহ অন্যদের গাছে উঠেও কাজ করে দিতেন তিনি।
সকালে বাগানে সুপারি পাড়তে উঠলে নামার সময় গাছের মাঝখান থেকে ভেঙে নিচে পড়ে যান তিনি। প্রতিবেশীরা দেখেন, গাছ আঁকড়ে ধরে মরে পড়ে আছেন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়ার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, সিরাজ সিকদার গাছ থেকেই পড়েই মারা গেছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছে। পরিবারে পক্ষ থেকে এ ঘটনায় কোনও অভিযোগ আসেনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠির খবর, বিভাগের খবর