বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৪৬ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০১৭
ঝালকাঠি জেলা শহরের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ ঘটনা ঘটে।
উত্যক্তকারী যুবক মিশুক ডাকুয়া জেলার রাজাপুর উপজেলার কানুনিয়া গ্রামের ধীমন ডাকুয়ার ছেলে।
ঝালকাঠি মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আ’লীগ নেতা আবু সাঈদ খান জানান- ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পাই ওই ছেলেটি মেয়েটিকে টানা হেঁচড়া করে। এসময় মেয়েটি বিব্রত হয়ে পড়ে।’’
এক পর্যায় আমি ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে আটক করে পুলিশে সোপর্দ করি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বরিশালটাইমসকে বলেন- উত্যক্তকারী আটক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’’