ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী ফরাজী নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে।
নিহত ইউসুফ আলী ফরাজী কাঁঠালিয়ার মহিষকান্দি গ্রামের আবদুল হাকিম ফরাজীর ছেলে।
শুক্রবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর গ্রামে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন বেগম ও দুই বছরের মেয়ে জান্নাতি আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের ছুটিতে পিকআপ ভ্যান ভাড়া করে পরিবারসহ ঢাকা থেকে ঝালকাঠির কাঁঠালিয়া গ্রামের বাড়িতে আসছিলেন গার্মেন্ট শ্রমিক ইউসুফ আলী ফরাজী।
নলছিটি থানার ওসি সুলতান মাহাম্মুদ জানান, সকাল ৯টার দিকে পিকআপ ভ্যানটি রায়াপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী ফরাজী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার স্ত্রী ইয়াসমিন বেগম ও দুই বছরের শিশু জান্নাতিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর