১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে ২১ টি পাঁচশত টাকার জাল নোটসহ যুবক আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর থেকে ২১টি পাঁচশত টাকার জাল নোটসহ মো. সামছুল হক (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে শহরের দক্ষিন বড়ইয়া এলাকা থেকে আটক করা হয়।

আটক মো. সামছুল হক ওই উপজেলার উত্তমপুর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

রাতে ইমেল বার্তায় বরিশাল র‌্যাব সদর দপ্তর জানিয়েছে- উপ-পরিচালক মেজর সোহেল রানা প্র্রিন্সের তাকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ২১ টি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এই ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তী তাকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’’

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন