বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:১২ অপরাহ্ণ, ০৭ অক্টোবর ২০১৬
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া থেকে ২৪১ পিস ইয়াবাসহ হানিফ হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৮। আটককৃত হানিফ যুবক দপদপিয়া এলাকার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বকুলতলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা।
এক প্রেসবার্তায় র্যাব-৮ জানায়, নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে আটক হানিফ হাওলাদার নামের এক যুবকের দেহ তল্লাশি করে ২৪১ পিস ইয়াবা উদ্ধার হয়।
সে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে জেলার নলছিটিসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা বিক্রি করে আসছিল বলে ওই প্রেবার্তায় উল্লেখ করা হয়েছে।
আটক যুবকের বিরুদ্ধে নলছিটি থানায় র্যাব-৮ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে তাকে শুক্রবার ঝালকাঠি আদালতে প্রেরণ করে থানা পুলিশ।