নাশকতা করার পাঁয়তারার অভিযোগে ঝালকাঠিতে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি সদরসহ চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে- ঝালকাঠি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, নলছিটিতে বিএনপি কর্মী জিহাদুল ইসলাম ও কাঁঠালিয়ার বাবুল সিকদারকে গ্রেপ্তার করা হয়। রাতে তল্লাশি করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ নেতৃবৃন্দের বাসায়।
ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বরিশালটাইমসকে বলেন, গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী এখন ঘরছাড়া। তবে ৮ ফেব্রুয়ারি রায়ে বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হলে অবশ্যই আন্দোলন গড়ে তোলা হবে। এদিন দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, পুলিশ বিএনপি নেতাদের বাসায় গিয়ে তল্লাশি করছে বলে অভিযোগ করেছেন দলের নেতৃবৃন্দ। গ্রেপ্তার আতঙ্কে তারা পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগে বলা হয়েছে।’’
শিরোনামOther