৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে ৫ খুনির যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০১৬

ঝালকাঠি: রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. বজলুর রহমান মঙ্গলবার দুপুরে গৃহবধূ আম্বিয়া বেগমকে হত্যার দায়ে আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আমজেদ আলী খানের ছেলে আবুল বাসার খান, একই গ্রামের মৃত করম আলীর ছেলে আব্দুল মান্নান ফকির, রোলা গ্রামের মৃত রহম আলীর ছেলে কবির হোসেন, একই গ্রামের সৈজদ্দিনের ছেলে মো.আলম ও আব্দুল সাত্তারের ছেলে বাবুল হাওলাদার। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।’

মামলা সূত্রে প্রকাশ, ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতের যে কোন সময় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের কারণে আসামিরা নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আ. সত্তারের স্ত্রী আম্বিয়া বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরের দিন সকালে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে আ. কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ১২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি ক্যাম্পের পরিদর্শক নির্মল চন্দ্র সরকার সাজাপ্রাপ্ত পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম আলম খান কামাল। আসামি পক্ষে ছিলেন অ্যাড. আ. রশিদ সিকদার।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন