১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে ৮০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ২২ মার্চ ২০১৭


ঝালকাঠিতে বিপুল পরিমাণ একটি ইয়াবার চালানসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড় টারদিকে শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলার সেনেটিকিকাটা গ্রামের দুলু হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪) এবং একই এলাকার জাহিদ হোসেনের ছেলে আল-আমিন খান (২১)।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব বরিশালটাইমসকে জানান- বরিশালের লাহারহাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ইয়াবার একটি চালান মঠবাড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সংবাদে ঝালকাঠি শহরের ব্র্যাকমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে সদর থানার পরিদর্শক মো. মাহে আলমের নেতৃত্বে উপ-পরির্দশক (এসআই) গোলাম মোস্তফা, সহকারী উপ-পরির্দক (এএসআই) বাপ্পিসহ পুলিশের একটি দলের অভিযান চালিয়ে  ৮০০পিস ইয়াবাসহ তাদের আটক করেন।

এ ঘটনায় বুধবার সকালে সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মাদক আদালতে সোপর্দ করা হয়েছে, বলেন ওই পুলিশ কর্মকর্তা।’’

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন